হোম > সারা দেশ > চট্টগ্রাম

নেপালি কিশোরীর স্পর্শকাতর ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেল, চট্টগ্রামের তরুণ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গ্রেপ্তার জাবেদ। ছবি: সংগৃহীত

নেপালের রাজধানী কাঠমান্ডুর অপ্রাপ্ত বয়স্ক এক কিশোরীর স্পর্শকাতর বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চট্টগ্রামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অভিযুক্ত তরুণের নাম মোহাম্মদ জাবেদ ওমর (২০)। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা।

সিআইডি বলছে, বাংলাদেশি এই তরুণ কোনো একভাবে ওই কিশোরীর নানা রকম ছবি-ভিডিও সংগ্রহ করে। পরে তা মেয়েটির ফেসবুক বন্ধু ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করতে শুরু করে। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে মেয়েটি আত্মহত্যারও চেষ্টা করে। পরে পরিবারের পক্ষ থেকে সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে, তারা ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করে।

সিআইডির মুখপাত্র আজাদ রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, ফ্রি ফায়ার গেম খেলার মাধ্যমে ভুক্তভোগী মেয়ের সঙ্গে অভিযুক্তের পরিচয়। পরে কৌশলে ভুক্তভোগীর স্পর্শকাতর ছবি ও ভিডিও সংগ্রহ করে ব্ল্যাকমেল শুরু করে। টাকা না পেয়ে আসামি ভুক্তভোগীর ছবি ও ভিডিও ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভিকটিমের আত্মীয়স্বজনদের কাছে পাঠায়।’

ইন্টারপোলের অনুরোধ পাওয়ার পর সিআইডির সাইবার ইন্টেলিজেন্স এবং রিস্ক ম্যানেজমেন্ট টিম গত ১৫ জানুয়ারি অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানা এলাকা থেকে আসামি মোহাম্মদ জাবেদ ওমরকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তারের সময় জাবেদ ওমরের কাছ থেকে একটি পোকো এক্স-৩ মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং জব্দকৃত মোবাইল ফোনে ভিকটিমের স্পর্শকাতর ছবি ও ভিডিও পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

স্টুডেন্টস ফর সভারেন্টির সঙ্গে নাগরিক কমিটির সদস্যের সম্পৃক্ততায় শোকজ

লক্ষ্মীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণ গেল শিবির নেতার

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড গঠন, পদে নেই নওফেল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি

আদিবাসী ছাত্র-জনতার কর্মসূচিতে হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

সেকশন