হোম > সারা দেশ > চট্টগ্রাম

নৌভ্রমণে বিদ্যুতের তারে জড়িয়ে পানিতে পড়লেন যুবক, পরে মৃতদেহ উদ্ধার

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির লংগদুতে কাচালং নদীর ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে যাচ্ছিল পিকনিকের বোট। এ সময় তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে একজন পানিতে ডুবে যান। পরে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় বিদ্যুতের তারের স্পর্শে আহত হন আরও দুজন। গতকাল শনিবার সন্ধ্যায় লংগদু উপজেলার মাইনীমুখ-গাথাছড়া সেতুর পাশে এ ঘটনা ঘটে। লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

নিহত ব্যক্তির নাম ছামাদুল হক (২৫)। আহতরা হলেন মো. মামুন (১৮) ও মো. রাসেল (২০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মাইনীমুখ-গাঁথাছড়া সেতুর পাশে কাচালং নদীর ওপর দিয়ে নিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের নিচ দিয়ে একটি পিকনিকের নৌকা যাচ্ছিল। এ সময় নৌকার তিনজন যাত্রীর শরীরে বিদ্যুতের তার লেগে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ছামাদুল হক পানিতে পড়ে ডুবে যান। নৌকায় থাকা মো. মামুন (১৮) ও মো. রাসেল (২০) গুরুতর আহত হন বিদ্যুতের তারের স্পর্শে। তাঁদের উদ্ধার করে স্থানীয় প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।

নদীতে ডুবে যাওয়ার পর থেকে ছামাদুল হককে খুঁজতে শুরু করেন স্থানীয় জেলে, সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা। সারা রাত চেষ্টার পর আজ রোববার সকালে ৭টার দিকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি মাইনীমুখ ইউনিয়নের গাথাঁছড়া এলাকায়।

লংগদু থানার ওসি ইকবাল উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেখানে গিয়েছি। ফায়ার সার্ভিসকেও খবর দেওয়া হয়। নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হয়। রোববার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন