হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে কিশোর নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে শাকিব হোসেন (১৬) নামের এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় উত্তেজিত লোকজন বাসটি ভাঙচুর করে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিব হোসেন রামগঞ্জ উপজেলার কলছমা এলাকার মো. আবুল কাশেমের ছেলে। দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।’

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যায় শাকিব হোসেন মোটরসাইকেল নিয়ে রামগঞ্জ থেকে হাজীগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় রামগঞ্জ-হাজীগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিব হোসেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

ওসি আবুল বাসার বলেন, মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে মূলত এ দুর্ঘটনা ঘটেছে। উত্তেজিত জনতা বাসটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। বাসের চালককে আটকের চেষ্টা চলছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন