ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মহিউদ্দিন জেলার কসবা উপজেলার আমিন উদ্দিনের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, প্রায় এক মাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেপ্তারের পর থেকে তিনি জেলা কারাগারে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে বুকের ব্যথা অনুভব করলে কারাগারের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।
শহিদুল ইসলাম আরও বলেন, মহিউদ্দিনের লাশ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।