Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফলাফল জালিয়াতি তদন্তে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাউশির প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ফলাফল জালিয়াতি তদন্তে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে মাউশির প্রতিনিধি

২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ফলাফল জালিয়াতির ঘটনা অবশেষে তদন্তে গড়াল। আলোচিত এ জালিয়াতির ঘটনা তদন্তে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) গঠন করা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে গিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা বোর্ডের কম্পিউটার শাখা ও ফলাফল প্রস্তুত কক্ষসহ গুরুত্বপূর্ণ শাখায় দায়িত্বরত কর্মকর্তা কর্মচারীদের সাক্ষ্যগ্রহণ করছেন।

আজ সোমবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসার পর শিক্ষাবোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন। রাত ৮টা পর্যন্ত তদন্তকাজ চলবে বলে জানান চট্টগ্রাম শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ।

গত ২৮ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেন এ শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নারায়ণ চন্দ্র নাথকে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়ে চিঠি দেন। এর আগে এ ঘটনার তদন্ত নিয়ে বহু নাটকীয়তা চলে। নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ২০২৩ সালে এইচএসসির ফলাফল জালিয়াতির অভিযোগ ওঠার একপর্যায়ে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়।

গত ১ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের শৃঙ্খলা বিভাগের উপসচিব শাহীনুর ইসলাম স্বাক্ষরিত আদেশে ১৫ দিনের মধ্যে কমিটি গঠনের মাধ্যমে তদন্ত প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠিতে ১৫ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা থাকলেও কমিটিই গঠিত হয়েছে আদেশের ১৬ দিন পর।

অর্থাৎ গত ১৭ এপ্রিল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (কলেজ-১) মো. তারিকুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে অধিদপ্তরের মনিটরিং ও ইভালুয়েশন উইংয়ের পরিচালক প্রফেসর মো. আমির হোসেনকে আহ্বায়ক, সহকারী পরিচালক (এইচআরএম) আশেকুল হক এবং ইএমআইএস সেলের খন্দকার আজিজুর রহমানকে সদস্য করে গঠন করা হয় এ তদন্ত কমিটি। এ কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হলেও তদন্তই শুরু হয়নি এত দিন। এ অবস্থায় অবশেষে সোমবার (৩ জুন) তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডে আসেন।

এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর রেজাউল করিম বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সচিব ও সাবেক পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথের বিরুদ্ধে ওঠা পরীক্ষায় ফলাফল জালিয়াতির অভিযোগসমূহের তদন্ত শুরু করা হয়েছে। এ লক্ষ্যে ঢাকা থেকে আসা তদন্ত কমিটির সদস্যরা চট্টগ্রামে শিক্ষাবোর্ডে অবস্থান করছেন। তাঁরা বিভিন্ন শাখা পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে কথা বলছেন।

এ দিকে তদন্ত কমিটি গঠনের পর ঘটনার আলামত নষ্ট করতে বড় ধরনের জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ সামনে আসে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের বিরুদ্ধে। কম্পিউটার শাখায় দৈনিক ভিত্তিতে কাজ করা আবদুর রহমান নামের একজনের অডিও রেকর্ড থেকে বড় ধরনের এ জালিয়াতির তথ্য বেরিয়ে আসে ২৩ এপ্রিল। ওই অডিও রেকর্ডে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষার ফলাফলে জালিয়াতির তথ্য রয়েছে।

এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ইদ্রিস আলী জানান, ২০২৩ সালে এইচএসসি পরীক্ষার ফলাফল জালিয়াতির ঘটনার তদন্ত চেয়ে মুক্তিযোদ্ধারা মন্ত্রী পরিষদ বিভাগে একটি লিখিত অভিযোগ দেন। সেখান থেকে এ সংক্রান্তে নির্দেশনা আসে শিক্ষা মন্ত্রণালয়ে। শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি করে প্রতিবেদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষকে নির্দেশ দেয়। এ নির্দেশের পর মাউশির পক্ষ থেকে উল্লিখিত তিন সদস্যের তদন্ত কমিটি করে তদন্ত কার্যক্রম শুরু করা হয়।

তদন্তের বিষয়ে শিক্ষাবোর্ডের সচিব নারায়ণ চন্দ্র নাথ বলেন, ‘মাউশি কর্তৃক গঠিত তদন্ত কমিটির সদস্যদের তদন্ত কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আমাকে ডাকা হয়েছে।’

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ