Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

২১ দিন বন্ধের পর চালু হলো টেকনাফ স্থলবন্দর

কক্সবাজার প্রতিনিধি

২১ দিন বন্ধের পর চালু হলো টেকনাফ স্থলবন্দর

২১ দিন বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার পণ্যবাহী চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে মিয়ানমারের রাখাইনে অস্থিরতার কারণে গত ১৪ নভেম্বর থেকে টেকনাফ স্থলবন্দরে কোনো পণ্য আসেনি। একইভাবে টেকনাফ থেকে কোনো পণ্য মিয়ানমারে যায়নি। এতে দৈনিক অন্তত ৬০ কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এ এস এম মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরীণ সমস্যার কারণে দীর্ঘদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার চারটি পণ্য বোঝাই ট্রলার এসেছে। এসব পণ্যের আমদানিকারক ওমর ফারুক নামে টেকনাফের এক ব্যবসায়ী।’

ব্যবসায়ী ওমর ফারুক বলেন, ‘২৫২ টন সুপারি, ৩০ টন আদা, ৫৫ টন নারকেল ও ১০০ টন মাছ নিয়ে চারটি ট্রলার টেকনাফ স্থলবন্দরের জেটিতে এসে পৌঁছেছে। এসব পণ্য তিন সপ্তাহ ধরে মিয়ানমারের আকিয়াব বন্দরে আটকা ছিল।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের ব্যবসায়ীদের কেনা শত শত টন আদা, নারকেল, মাছ ও সুপারি আকিয়াব বন্দরে রয়েছে। অনেক ব্যবসায়ীর আদা পচে গেছে। এতে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে।’

স্থলবন্দর পরিচালনার দায়িত্বে থাকা ইউনাইটেড ল্যান্ড পোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘২১ দিন পর মঙ্গলবার সকালে মিয়ানমারের আকিয়াব বন্দর থেকে চারটি পণ্যবোঝাই ট্রলার এসেছে। এসব ট্রলারে আদা, মাছ, নারকেল ও সুপারি রয়েছে।’

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি