Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে দুর্বৃত্তদের হামলা, বিএনপির ২ কর্মী গুলিবিদ্ধসহ আহত ৩

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে দুর্বৃত্তদের হামলা, বিএনপির ২ কর্মী গুলিবিদ্ধসহ আহত ৩

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের হামলায় বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে পৃথক হামলায় তিনজন আহত হয়েছেন।

গুলিবিদ্ধ দুজন হলেন, মাসুদ পারভেজ রনি (৩৬) ও মো. সাগর (৩৩)। এর মধ্যে রনি রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য সিরাজুল হকের ছেলে এবং মো. সাগর একই এলাকার ওসমানের ছেলে। হামলায় ইউনুস মনা আহত হয়েছেন। তবে কে বা কারা কী কারণে এসব হামলা চালিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রনির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারটি সিএনজিচালিত অটোরিকশাযোগে অস্ত্রধারী সন্ত্রাসীরা এসে রনিকে গুলি করে পালিয়ে যায়। রনির হাতে ও পায়ে তিনটি এবং সাগরের ঊরুতে একটি গুলি লেগেছে। গুলিবিদ্ধ দুজনকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজনই সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকারের অনুসারী।

এদিকে নোয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাবুল মিয়ার ভাই ইউনুস মনাকে পিটিয়ে আহত করার খবর পাওয়া গেছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নোয়াপাড়ায় গুলির ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই। তবে সাবেক ইউপি চেয়ারম্যানের ভাইকে মারধরের বিষয়টি জেনেছি। ভুক্তভোগীকে মামলা করার পরামর্শ দিয়েছি।’

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত