সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে দালালদের সহযোগিতায় কক্সবাজার যাওয়ার পথে ৭ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ জানিয়েছেন, তাদের পুনরায় ভাসানচর আশ্রয়ণে পাঠানো হবে।
জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও দুই শিশু রয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে ভাসানচর থেকে পালিয়ে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার উদ্দেশে দালাল মো. ইসহাক, মো. আনোয়ার এবং মো. আয়াত উল্লাহর সহযোগিতায় নৌকাযোগে সুবর্ণচরে আসে ৭ রোহিঙ্গা। আজ শনিবার সকালে তারা পায়ে হেঁটে কেরামতপুর বাজারে এলে তাদের গতিবিধি দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। একপর্যায়ে তাদের গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করে। পরে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি থানায় অবগত করা হয়।
উল্লেখ্য, আটক রোহিঙ্গারা হচ্ছে-আশ্রয়ণের ৮৪ নম্বর ক্লাস্টারের এইচ-১ নম্বর কক্ষের আবদুস সালামের ছেলে এরশাদ উল্যাহ, মৃত রসিদ আহমদের ছেলে হাসান, আবদুস শুক্কুরের মেয়ে খোদেজা বেগম, নূর মোহাম্মদের মেয়ে সেতারা বেগম, হাসানের মেয়ে রোসমিন আক্তার, এরশাদ উল্যার ছেলে শাহেদ ও হাসানের ছেলে তোফায়েল।