নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলীতে হাতির দুটি দাঁতসহ দুজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার কর্ণফুলী মইজ্জারটেক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে গোয়েন্দা পুলিশ বন্দর জোনের একটি টিম। একই সঙ্গে দাঁত দুটিও জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— জানে আলম (৩৮) ও আমিন উল্লাহ (৫৮)। এই দুজনকে একটি পাচারকারী দলের সদস্য হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার নোবেল চাকমা বলেন, বাঁশখালী ও সাতকানিয়ার গহিন অরণ্য থেকে হাতির দাঁত সংগ্রহ করে পাচার করছিল পাচার চক্রের দুই সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে মইজ্জারটেকে চেকপোস্ট বসিয়ে তাঁদের আটক করা হয়। আটক পাচারকারীদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে একটি মামলা করা হয়েছে।