হোম > সারা দেশ > চট্টগ্রাম

স্বামীকে বেঁধে নববধূকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামির আত্মসমর্পণ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নববধূকে (১৮) পালাক্রমে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ রোববার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

ওই আসামির নাম জাহাঙ্গীর (৩৫)। তিনি উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রেগুলেটরি এলাকার নুর নবীর ছেলে। 

জাহাঙ্গীর আদালতে আত্মসমর্পণ করার পর তাঁকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। 

এর আগে গত বুধবার একই মামলায় গ্রেপ্তারকৃত অপর দুই আসামি আনোয়ার হোসেন রিয়াদ (৩০) ও জালাল উদ্দিন মিস্টারকে (২৭) পুলিশ গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল। তারা দুজন নোয়াখালীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। চাঞ্চল্যকর এ দলবদ্ধ ধর্ষণ মামলাটির তিনজন আসামিই বর্তমানে কারাগারে রয়েছেন। 

উল্লেখ্য, গত ১৪ জুন সকাল ১১টায় উপজেলার মুছাপুর ইউনিয়নের স্বামীকে নিয়ে ওই নববধূ ঘুরতে যান। এ সময় জাহাঙ্গীর, রিয়াদ ও মিস্টার তাঁর স্বামীকে গাছের সঙ্গে বেঁধে রেখে বাগানে নিয়ে গিয়ে ওই নববধূকে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় গত ১৮ জুন ওই ভুক্তভোগী নববধূর স্বামী কামাল হোসেন বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন