চট্টগ্রামের চন্দনাইশে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার সরকারি খাসজমি উদ্ধার করেছে। গতকাল বুধবার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ মৌজা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা। এ সময় জাফরাবাদ মৌজার ৩১ শতক জমি উদ্ধার করেন, যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
অভিযানে সাতটি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরিবারগুলোর দাবি, এই জমি সরকারের নয়, বরং তাদের পূর্ব-পুরুষের নামে রেখে যাওয়া ভিটেমাটি। এ বিষয়ে আদালতে দেওয়ানি মামলা চলমান।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা বলেন, প্রায় ৫০ লাখ টাকার সরকারি খাসজমি অবৈধ দখলে ছিল। জেলা প্রশাসকের কার্যালয়ের লিখিত আদেশ পেয়ে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।