হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চোখে মরিচের গুঁড়ো মেরে চট্টগ্রামের হাটহাজারীতে এজেন্ট ব্যাংকিংয়ের সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় একজনকে আটক করেছে স্থানীয় লোকজন। আজ বৃহস্পতিবার উপজেলার ফতেয়াবাদ চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এ ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি, তদন্তের স্বার্থে আপাতত আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করছি না। পরে বিস্তারিত জানানো হবে।’
প্রত্যক্ষদর্শীরা বলেন, বেলা ৩টার দিকে এজেন্ট ব্যাংক কর্মকর্তা সিকিউরিটি নিয়ে স্কুটি চালিয়ে গ্রাহক থেকে সংগ্রহ করা ১৪ লাখ ৫৩ হাজার টাকা হাটহাজারী চৌধুরীহাট জনতা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন। পথে চার-পাঁচজন যুবক মাস্ক পরে তাঁদের চোখে মরিচের গুঁড়ো মেরে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। এ সময় তাঁরা চিৎকার করলে স্থানীয়রা একজনকে আটক করেন এবং টাকার ব্যাগ নিয়ে বাকি তিনজন সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যান।
তাঁরা আরও বলেন, ‘বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ কয়েকজন যুবক দৌড়ে সিএনজিচালিত অটোরিকশাতে ওঠার চেষ্টা করছিল। এ সময় একজনকে কী হয়েছে জানতে চাইলে, সে পুলিশ আসছে বলে পালানোর চেষ্টা করাতে আমরা তাকে আটক করি।’