নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর খুলশী থানার ঝাউতলা রেলস্টেশন এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। তাঁর নাম মো. বেলাল (৩২)।
শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বেলাল পেশায় গাড়িচালক। রাজনৈতিক কর্মসূচিতেও লোকজন নিয়ে অংশ নিতেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর টাইগারপাস থেকে ঝাউতলা বটগাছ রুটে চলাচল করা গ্রাম সিএনজির নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে বাবুল গ্রুপ এবং মিজান গ্রুপের কর্মীরা দ্বন্দ্বে জড়ান। এ সময় বাবুল গ্রুপের সঙ্গে জুয়েল গ্রুপও যোগ দেয়। পরে দুই গ্রুপের কর্মীরা মিলে মিজানের লোকজনের ওপর চড়াও হয়।
খুলশী থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম জানান, দুই পক্ষের সংঘর্ষের সময় বেলালকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় গ্রুপ প্রধান বাবুলসহ ৫ জনকে আটক করা হয়েছে।