হোম > সারা দেশ > চট্টগ্রাম

সেনবাগে বসতভিটার সীমানা নিয়ে সংঘর্ষে নিহত ১, আটক ৩ 

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নে জায়গা-জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে খোরশেদ আলম (৫৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত থাকায় তিনজনকে আটক করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকালে বীজবাগ ইউনিয়নের মধ্যম বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত খোরশেদ আলম ওই বাড়ির মুকবুল আহম্মদের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা বলছে, বালিয়াকান্দি গ্রামের কবির মাস্টার বাড়ির খোরশেদ আলমের সঙ্গে একই বাড়ির শহীদ উল্ল্যাহ পরিবারের মধ্যে বসতভিটার সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। সোমবার দিবাগত রাতের কোনো এক সময় শহীদ উল্ল্যাহ পরিবারের লোকজন বাথরুম (টয়লেট) পরিষ্কার করে ওই ময়লাগুলো খোরশেদ আলমের বসতঘরের পাশে তাঁর জায়গায় ফেলে রাখেন। 

মঙ্গলবার সকালে খোরশেদ আলম ময়লার দুর্গন্ধ পেয়ে ঘরের বাইরে ময়লা দেখে বকাঝকা করলে শহীদ উল্ল্যাহর সঙ্গে খোরশেদ আলমের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে শহীদ উল্যাহ ও তাঁর ছেলে সোহাগ, সুমন, হিমেল বাবু একত্রিত হয়ে খোরশেদ আলমের পরিবারের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় শহীদ উল্ল্যাহ ও তাঁর ছেলেরা লাঠি দিয়ে খোরশেদ আলমকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করলে ঘটনাস্থলে মাটিতে লুটে পড়ে নিহত হন খোরশেদ। 

হামলায় আহত হন খোরশেদ আলমের স্ত্রী জয়নব নাহার, ভাইয়ের স্ত্রী শিরিন আক্তার, বোন রেহেনা আক্তার বেবি, ছেলে মো. মহসিন আলম পলাশ ও ছেলের স্ত্রী হালিমা আক্তার, নাতি মাহবুব আলম। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এদিকে খবর পেয়ে সেনবাগ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে পুলিশ শহীদ উল্ল্যাহ, তাঁর ছেলে অলি উল্ল্যাহ ও ছেলের স্ত্রী ফোরকান নেছাকে আটক করে। 

এ বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে মহসিন আলম পলাশ বাদী হয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন