হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ছাত্র আন্দোলনে নিহত ওসমানের ময়নাতদন্ত সম্পন্ন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

ছাত্র আন্দোলনে লক্ষ্মীপুরে নিহত ওসমান গনি পাটওয়ারীর (২৩) মরদেহ কবর থেকে তোলার পর ময়নাতদন্ত করা হয়েছে। আজ সোমবার দুপুরে রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের পাটওয়ারী বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করা হয়। ময়নাতদন্ত শেষে বিকেল ৫টায় পুনরায় মরদেহটি দাফন করা হয়েছে। 

রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর উপস্থিতিতে মরদেহটি উত্তোলন করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। বিকেল প্রায় ৫টার দিকে পুনরায় মরদেহটি দাফন করা হয়েছে। উত্তোলন ও দাফনের সময় তিনি উপস্থিতি ছিলেন। 

এর আগে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের (সদর) বিচারক ময়নাতদন্তের জন্য কবর থেকে শহীদ ওসমান গনির মরদেহ তোলার আদেশ দেন। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরে গুলিতে নিহত হন ওসমান গনি। ওই দিনই পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 

পুলিশ সূত্র জানায়, ৪ আগস্ট লক্ষ্মীপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের গুলিতে চার শিক্ষার্থী নিহত হন। এর মধ্যে ওসমান-সাব্বির হত্যার ঘটনায় ৯১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০০ জনকে আসামি করে মামলা হয়। ১৪ আগস্ট অপর নিহত সাব্বিরের বাবা আমির হোসেন বাদী হয়ে সদর মডেল থানায় সম্মিলিত এজাহার দায়ের করেন। পরে মৃত্যুর কারণ নিশ্চিত হতে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মরদেহ ময়নাতদন্তের জন্য নির্দেশ দেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন