Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাসের হার ও জিপিএ–উভয়ই কম 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে পাসের হার ও জিপিএ–উভয়ই কম 

এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ২৯ শতাংশ; যা গতবারের তুলনায় কম। এ ছাড়া এবার ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে; গতবারের তুলনায় এটিও কম। আজ শুক্রবার সকাল ১০টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভবনে পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ ফল ঘোষণা করেন। 

চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৮৭ দশমিক ৫৩ শতাংশ। পাসের হারের পাশাপাশি ওই বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর ছিল ১৮ হাজার ৬৬৪ জন। এই বছর কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৪৫০ জনে।

জিপি-এ পাওয়া পরীক্ষার্থীদের মধ্যে ৫ হাজার ৪ জন ছাত্র এবং ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী।

এবার ছাত্রদের পাসের হার ৭৭ দশমিক ৭৫ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৭২ শতাংশ। অর্থাৎ, পাসের হার ও জিপিএ-৫, দুই দিক দিয়েই মেয়েরা এগিয়ে।

এবার বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯৩ দশমিক ৮৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এ ছাড়া মানবিক বিভাগে পাসের হার ৬৫ দশমিক ৪১ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৮২ দশমিক ০৬ শতাংশ। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৮৭১ জন। আর মানবিকে ১৬২ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ১ হাজার ৪১৭ জন।

এ বছর চট্টগ্রাম মহানগরীর বিদ্যালয়গুলোতে পাসের হার ৮৫ দশমিক ৪৩ শতাংশ। অবশ্য উপজেলায় এ হার ৭৮ দশমিক ১০ শতাংশ।

কক্সবাজার জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৫ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৬৭ দশমিক ৯২ শতাংশ, খাগড়াছড়িতে ৬৮ দশমিক ৩৭ শতাংশ এবং বান্দরবানে ৭০ দশমিক ৩০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এবার শতভাগ পরীক্ষার্থী পাস করেছে এমন বিদ্যালয়ের সংখ্যা ৪৫।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার