হোম > সারা দেশ > কক্সবাজার

রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার হওয়া ৩৫ পাখি অবমুক্ত

কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা শিবির থেকে উদ্ধার হওয়া পাখি অবমুক্ত করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়ণ শিবিরে অভিযান চালিয়ে ২৮টি সাদা বক, ময়না ও পানকৌড়িসহ ৩৫টি পাখি উদ্ধার করেছে বন বিভাগ। পরে এসব পাখি উপজেলা প্রশাসনের সহযোগিতায় আকাশে অবমুক্ত করা হয়েছে।

আজ রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বালুখালী ১১ নম্বর ক্যাম্পের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের থাইংখালী বন বিট কর্মকর্তা বিকাশ দাশ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিকাশ দাশ বলেন, রোহিঙ্গা আশ্রয় শিবিরের কিছু দুষ্কৃতকারী সংঘবদ্ধ হয়ে স্থানীয় পাহাড় ও জলাভূমিতে ফাঁদ বসিয়ে পাখি ধরে বাজারে বিক্রির খবর পায় বন বিভাগ। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানে গেলে খাঁচাভর্তি পাখি রেখে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে খাঁচাভর্তি বিভিন্ন জাতের ৩৫টি পাখি উদ্ধার করা হয়।

বিকাশ দাশ বলেন, উদ্ধার করা পাখিগুলো উপজেলা প্রশাসনের কার্যালয়ে আনা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন মুক্ত আকাশে পাখিগুলো অবমুক্ত করেন।

উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম জানান, শীত মৌসুমের শুরুতে অতিথি পাখিরা বাংলাদেশে আসতে শুরু করেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতকারীরা ফাঁদ বসিয়ে পাখি নিধন কার্যক্রমে জড়িয়ে পড়ছে। অতিথি পাখি নিধন কাজে জড়িতদের আইনের আওতায় আনার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ