ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আমিরাবাদ মোশাররফ-মোয়াজ্জেম আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পরের দিন মারা গেলেন মাওলানা হেলাল উদ্দিন (৪৩)। গতকাল সোমবার ফেনী ডায়াবেটিস হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।
এর আগে আমিরাবাদ মোশাররফ-মোয়াজ্জেম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুজ্জামান (৬৫) গত বৃহস্পতিবার (৪ আগস্ট) হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর মৃত্যুর পর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পেয়েছিলেন উপাধ্যক্ষ মাওলানা হেলাল উদ্দিন। অধ্যক্ষের মৃত্যুর চার দিনের মাথায় উপাধ্যক্ষের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলার আমিরাবাদের সাহেবের হাট আলহাজ শফি উল্যাহ উচ্চবিদ্যালয়ে আজ মঙ্গলবার সকাল ১০টায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। ভোর থেকে উপজেলাসহ ফেনীর বিভিন্ন স্থান থেকে শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা আসতে থাকেন। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতাসহ সর্বস্তরের হাজারো মুসল্লি জানাজায় অংশ নেন।
মাওলানা হেলাল উদ্দিনের মৃত্যুতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা, ফেনী জেলা জমিয়াতুল মুদার্রেসীন, বক্তারমুন্সি ফাজিল মাদ্রাসা, আসাদ মেডিকেল, ফরহাদনগর মসজিদে বেলালীয়া পরিচালনা কমিটি, শাহী জামে মসজিদ পরিচালনা কমিটি, স্পোর্টিং ক্লাব, জান্নাত ফার্নিচার শোক জানায়।