প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের বিভিন্ন থানায় ১১টি মামলার পলাতক আসামি রুবেল (২৮) কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে ডবলমুরিং থানা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।
জানা যায়, গত ১৯ জুলাই কোতোয়ালী থানার আন্দরকিল্লা এলাকায় একটি ছিনতাইয়ের ঘটনার পর রুবেল পলাতক ছিল। পরে আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছে থেকে একটি দেশীয় এলজি, এক রাউন্ড কার্তুজ, একটি ছোরা এবং ছিনতাইকৃত ৮ আনা ওজনের স্বর্ণের চেইন উদ্ধার করা হয়। এর আগে ছিনতাইয়ের স্বর্ণ কেনার অভিযোগে ক্রেতা সুজন ধর (৩৭) কে বায়েজিদ ডেবারপাড় থেকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় ডবলমুরিং থানার এস আই অর্ণব বাদী হয়ে রুবেল এবং তাঁর পলাতক সহযোগী জামাল প্রকাশ বুষ্টার জামালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন। এ ছাড়া গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গ্রেপ্তারকৃত রুবেলের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় ১১টি মামলা আছে।