হোম > সারা দেশ > চট্টগ্রাম

কসবায় প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নজরুল ইসলাম নামে এক প্রবাসী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার গৌরীপুর গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

অভিযোগ উঠেছে, অর্থ আত্মসাতের উদ্দেশ্যে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান নিহতের ভাই মাসুক মিয়া। 

নিহত প্রবাসী যুবক উপজেলার গৌরীপুর গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। 

পরিবার ও এলাকাবাসী জানান, নজরুল ইসলাম (৩৫) প্রায় ১২ বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুরাইয়া বেগমকে (২৮) বিয়ে করেন। বিয়ের দুই বছর পর সৌদি আরবে চলে যান এবং সেখানে নিজস্ব ব্যবসা গড়ে তোলেন। প্রবাস জীবনে উপার্জিত প্রায় ৬০ লাখ টাকা তাঁর স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের কাছে পাঠান। 

নজরুল ইসলাম দশ দিন আগে দেশে ফিরে টাকা চাইলে শ্বশুরবাড়ির লোকজন অস্বীকার করেন। এই নিয়ে স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিরোধ বাধে। 

নজরুলের দশ বছর বয়সী মেয়ে রিয়া মনি বলে, ‘আমার বাবার লাশ ঝোলানো ছিল, তবে পাগুলো সম্পূর্ণভাবে মাটিতে লাগানো ছিল।’ 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে এ ব্যাপারে তদন্ত চলছে, এটা হত্যা না আত্মহত্যা তদন্তে বেরিয়ে আসবে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন