হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা হাসপাতালে গিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত নারীসহ ১০

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা হাসপাতালে দুপক্ষের সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে।

জানা গেছে, এদিন সকাল ৮টার দিকে উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের খুরুস্কুল এলাকায় স্থানীয় মোহাম্মদ ফয়েজ ও মৃত নুর মোহাম্মদের পরিবারের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধে মারামারির ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের আহত তিনজন হাসপাতালে চিকিৎসা নিতে গেলে জরুরি বিভাগের সামনে তাঁরা আবারও সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয় পক্ষের নারীসহ ১০ জন আহত হন বলে জানিয়েছেন আহত ব্যক্তিদের স্বজনেরা।

নুর মোহাম্মদের ছেলে আহত মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, ‘আমার চাচা মোহাম্মদ ফয়েজের (৬৮) সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে গতকাল সকালে তাঁরা আমাদের ওপর হামলা করেন। পরে হাসপাতালে এলে তাঁরা আমাদের আবার মারধর করেন।’

মোহাম্মদ ফয়েজের ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘আমরা হাসপাতালে চিকিৎসা নিতে এসে উল্টো হামলার শিকার হয়েছি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাবউদ্দিন চৌধুরী বলেন, ‘সকালে আমরা মিটিংয়ে ছিলাম। এ সময় বাইরে রোগীদের চিৎকার শুনে জরুরি বিভাগে আসি। সেখানে গুরুতর আহত অবস্থায় কয়েকজন রোগী আসেন চিকিৎসাসেবা নিতে। তাঁরা চিকিৎসাসেবা নেওয়ার সময় জরুরি বিভাগের বাইরে ঝগড়ায় জড়িয়ে পড়েন সঙ্গে আসা স্বজনেরা। একপর্যায়ে সবাই লাঠিসোঁটা নিয়ে একে অন্যকে আক্রমণ করেন। এতে পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়লে আমরা চিকিৎসকদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

আনোয়ারা থানার এসআই জয়নাল আবেদীন বলেন, ‘হাসপাতালে মারামারির খবর শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়। হামলায় গুরুতর আহত ইসহাককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

নাফ নদী থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন