হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় শিশুসন্তানকে রেখে হত্যা মামলার সাক্ষী মাকে অপহরণ

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি   

অপহৃত নারী সাক্ষী আয়েশা আক্তার (৩০)। ছবি: সংগৃহীত

কক্সবাজারের চকরিয়ায় দেড় বছরের শিশুকে রেখে হত্যা মামলার এক নারী সাক্ষীকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে সাহারবিল ইউনিয়নের গুরুইন্যা কাটা গ্রামে এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে লুটপাট চালায় এবং চার নারীকে কুপিয়ে গুরুতর আহত করে।

অপহৃত নারীর নাম আয়েশা আক্তার (৩০)। তিনি গুরুইন্যা কাটা গ্রামের আব্দুল মালেকের স্ত্রী এবং দেড় বছরের এক সন্তানের মা। ২৪ ঘণ্টা পার হলেও তাঁকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এজাহার অনুযায়ী, সন্ত্রাসীরা পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। আহতরা হলেন নুরুজা বেগম (৪০), মরিয়ম বেগম (৩৫), ফারজানা ইয়াছমিন (১৯) ও আয়েশা ছিদ্দিকা (১৮)। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ সময় সন্ত্রাসীরা নগদ ১ লাখ ২৬ হাজার টাকা এবং ১ ভরি স্বর্ণালংকার লুট করে। এরপর রক্তাক্ত অবস্থায় আয়েশা আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

মামলার এজাহারে, গত ২৮ এপ্রিল সাহারবিল ইউনিয়নের রামপুরে আব্দুল করিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় করা মামলার অন্যতম সাক্ষী ছিলেন আয়েশা। এ ঘটনায় নিহত করিমের ছেলে আলী আহমদ চলতি বছরের ১ মে চকরিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

মামলার আসামিরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের নিয়মিত হুমকি দিয়ে আসছিল। এ কারণে হত্যা মামলার বাদী আলী আহমদ এলাকা ছাড়তে বাধ্য হন, আর তাঁর এক ভাই অন্য মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

ঘটনার পর চকরিয়া থানায় ১৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, অপহৃত আয়েশা আক্তারকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, ‘আক্রান্ত পরিবারের পক্ষ থেকে এজাহার পাওয়া গেছে। প্রাথমিক তদন্ত শেষে এজাহারটি মামলা হিসেবে গ্রহণ করা হবে। পাশাপাশি অপহৃতাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।’

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এম এম রকীব উর রাজা এবং থানার ওসি। পুলিশ বলছে, তাঁরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছে। তবে এখনো অপহৃতকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ ঘটনার পর সাহারবিল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপহৃতকে উদ্ধারের পাশাপাশি অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন