হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ২ কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিস 

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে উপস্থিত না থাকার দায়ে কেন্দ্র সচিব ও সহকারী কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার নোটিশটি দেওয়া হলেও আজ রোববার বিষয়টি জানাজানি হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরফাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নোটিশে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং ইলিয়টগঞ্জ রাঃবিঃ উচ্চ বিদ্যালয়ের ভেন্যু কেন্দ্র ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ওই সময় গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেন্দ্র সচিব মো. সেলিম মাস্টার এবং রায়পুর স্কুলের প্রধান শিক্ষক ইলিয়টগঞ্জ ভেন্যু কেন্দ্রের সচিব মো. মোমিনুল ভুইয়া অনুপস্থিত থাকায় তাদের তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম মাস্টার আজকের পত্রিকাকে বলেন, ‘ওই দিন কৃষি শিক্ষা পরীক্ষা ছিল। স্কুলের রেজিস্ট্রারে কারণ উল্লেখ করেই আমি বোর্ডে (কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড) গিয়েছিলাম। অপর অভিযুক্ত রায়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ভুইয়াকে মোবাইল ফোন কল দিলে এ বিষয়ে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন। 

ইউএনও মো. আরফাতুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘পরীক্ষা চলাকালীন সময়ে গৌরীপুর ও ইলিয়টগঞ্জ পরীক্ষাকেন্দ্রে দুই কেন্দ্র সচিবকে অনুপস্থিত পাই। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে অবহেলার দায়ে কেন বিভাগীয় ব্যবস্থা এবং এমপিওভুক্ত বাতিল করা হবে না এ জন্য তাঁদের কারণ দর্শানো হয়েছে। বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন