ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাত-পা বাঁধা অজ্ঞান অবস্থায় নুরুল ইসলাম (৭২) নামের এক মেম্বার পদপ্রার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলার বুধন্তী ইউনিয়নের বুধন্তী খাঁ বাড়ির খালের পাড় থেকে গতকাল বৃহস্পতিবার রাত ১০টায় তাঁকে উদ্ধার করা হয়।
নুরুল ইসলাম কেনা গ্রামের মৃত নাদির হুসেনের ছেলে। তিনি একাধিকবার ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্যের দায়িত্ব পালন করেছেন। আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, তাঁর প্রতীক ঘুড়ি।
এ ব্যাপারে ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কে বা কারা তাঁকে হাত-পা বেঁধে ফেলে রাখে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।