Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা–মারধর, জড়িতদের মধ্যে বরখাস্ত সিকিউরিটি গার্ডও

কুবি প্রতিনিধি

কুবিতে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা–মারধর, জড়িতদের মধ্যে বরখাস্ত সিকিউরিটি গার্ডও

কোটা আন্দোলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধাদানকারীদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি গার্ড মোস্তফা কামাল। তিনি কয়েকজনকে মারধরও করেছেন বলে জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সিকিউরিটি গার্ড মোস্তফা কামালের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তবে মামলাটি কিসের, তা নিশ্চিত হওয়া যায়নি। থানা থেকে দেওয়া লিখিত অভিযোগের কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রায় চার মাস আগে তাঁকে বরখাস্ত করেছিল।

গতকাল সোমবার ‘ছাত্র আন্দোলন চত্বর’–এ আওয়ামী লীগের স্থানীয় নেতা–কর্মীদের সঙ্গে মোস্তফা কামালকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে অভিযুক্ত মোস্তফা কামাল বলেন, ‘আমার জমি বিষয়ক একটা পারিবারিক মামলা আছে। সে কারণেই সাসপেন্ড অবস্থায় আছি। আর সেদিন ভার্সিটির স্টুডেন্টদের যেন কোনো আপত্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়, সে জন্য আমি দাঁড়িয়েছিলাম।’

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, ‘মোস্তফা কামাল আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়োগ দেওয়া সিকিউরিটি গার্ড। তাঁর বরখাস্ত হওয়ার বিষয়টি সত্য। একটি পারিবারিক ঝামেলার কারণে মামলায় বিষয়টি হয়েছে। গতকাল তাঁর কার্যক্রমের ব্যাপারে জানা ছিল না। আমি বিষয়টি কর্তৃপক্ষকে জানাবো।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিরুল হক চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জানা ছিল না। কেউ অভিযোগ করলে আমরা দেখব।’

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনকে ফোন কল করা হলে তিনি রিসিভ করেননি।

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে

শিকার শেষে জবাই ৭০০ পাখি, তিনজন গ্রেপ্তার

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার