চাঁদপুর (ফরিদগঞ্জ) প্রতিনিধি
চাঁদপুরের ফরিদগঞ্জে বাঁশ কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. রাশেদ হোসেন (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘরিহানা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত তরুণ ওই গ্রামের সরদার বাড়ির মৃত দেলোয়ার হোসেনর ছেলে।
নিহতের পরিবার জানান, আজ দুপুরে রাশেদ বাড়ির পাশের একটি বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যান। বাঁশ কাটার সময় বিদ্যুতায়িত হন তিনি। এ সময় প্রতিবেশীরা ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে চাঁদপুর জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বিদ্যুতায়িত হয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।