নগরের পাহাড়তলী থানার ‘টিকেট প্রিন্টিং প্রেস কলোনি’তে অভিযান চালিয়ে রেলওয়ের এক দশমিক ৮৭ একর জমি উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ। এই সময় ৩৪৩টি স্থাপনা উচ্ছেদ করে ৯২৫ জনকে অবৈধ দখলদারকে বিতাড়িত করা হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এর আগে বুধবারও নগরীর ঝাউতলা টিকেট প্রিন্টিং প্রেস কলোনি ও এর পাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৭৭টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় রেলওয়ের প্রায় আড়াই একর জমি উদ্ধার করা হয়েছে।