Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৩০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলা, আহত ৩০

কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলা হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা। 

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ৬০০ নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করা হয়। 

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভাঙচুর করা চেয়ার-টেবিলখাওয়ার সময় আওয়ামী লীগের ৩০-৪০ নেতা-কর্মী অতর্কিতভাবে হামলায় চালান। কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন। এ সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জসিম উদ্দিন দানু, মাহমুদুর হাসান, মোস্তাক আহমদ, শাহাদাত হোছাইন সামির, মোক্তার আহমদ, সাহাব উদ্দিন, নুরহান উদ্দিন, আবুল হাশেম, জালাল উদ্দিন, জাকের হোছাইন, নাজেম উদ্দিন, আবদুল কাদের ও আবু ছালামসহ ৩০ জনকে পিটিয়ে আহত করেছেন। 

বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তাঁর দাবি, খাবার বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষ হাতাহাতি করেছে। 

চকরিয়ায় জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে ভাঙচুর করা চেয়ার-টেবিলচকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক দৈনিক আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান উপলক্ষে উপজেলার ১৫টি ইউনিয়নে খতমে কোরআন, মিলাদ মাহফিল ও খাবারের আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে ১০-১২টি গাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসে আমাদের দলীয় লোকজনের ওপর হামলা করে। খাবারসামগ্রী ফেলে নষ্ট করা হয়।’ 

এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার বিষয়ে আমাদের অবহিত করেনি। এ ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।’

সৈকতের বুকে বাড়ি পুকুর, চুপ প্রশাসন

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক