কক্সবাজারের চকরিয়া উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছে। এতে বিএনপির ইউনিয়ন পর্যায়ের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলা হয়। বিএনপির অভিযোগ, আওয়ামী লীগের নেতা-কর্মীরা এই হামলা চালিয়েছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা।
উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ফাঁসিয়াখালী ইউনিয়নের রাস্তার মাথায় একটি কমিউনিটি সেন্টারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএনপির ৬০০ নেতা-কর্মীর জন্য খাবারের আয়োজন করা হয়।
বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালানো অভিযোগ অস্বীকার করে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির ওপর হামলার প্রশ্নই ওঠে না। এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’ তাঁর দাবি, খাবার বণ্টন নিয়ে বিএনপির দুই পক্ষ হাতাহাতি করেছে।
এ বিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘বিএনপি কর্মসূচি পালন করার বিষয়ে আমাদের অবহিত করেনি। এ ব্যাপারে কেউ পুলিশকে জানায়নি।’