কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে মোহাম্মদ শরিফ (২০) নামের এক রোহিঙ্গার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের মুচনী নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মোহাম্মদ শরিফ মুচনী আশ্রয়শিবিরের বি ব্লকের আবদুল কুদ্দুসের ছেলে এবং রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য।
ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, পাহাড়ের একটি ঝোপের পাশে মরদেহটি মাটি চাপা ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে অবহিত করার পর মরদেহটি উদ্ধার করা হয়। এক সপ্তাহ আগে শরীফকে হত্যার পর মাটি চাপায় দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, রোহিঙ্গা ডাকাত চক্রের বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এদিকে তাঁর মৃত্যুর খবরে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে উল্লাস করেছে রোহিঙ্গারা।