হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে চায়না আদা-রসুনে উত্তাপ, স্বাভাবিক সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারে শীতকালীন সবজির দাম কিছুটা কমলেও এখনো উত্তাপ ছড়াচ্ছে চায়না আদা ও রসুনের দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে সপ্তাহ ব্যবধানে গতকাল বৃহস্পতিবার প্রতি কেজি চায়না আদা ২০ থেকে ২৫ টাকা বেশি দামে ৯৫ টাকায় বিক্রি হয়েছে। চায়না রসুনও প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকা বেশি দামে বিক্রি হয়েছে ১৫০ টাকায়। 

অথচ এর আগে গত শনিবার প্রতিকেজি চায়না আদা বিক্রি হয়েছিল ৭০ থেকে ৭৫ টাকায়। একই দিন চায়না রসুন বিক্রি হয়েছিল প্রতি কেজি ১১৫ থেকে ১২০ টাকায়। তবে বাজারে দেশি আদা, রসুন ও পেঁয়াজের দাম স্বাভাবিক রয়েছে। 

এদিকে বাজারে মসলা জাতীয় পণ্যের দাম বাড়লেও সবজির দাম কিছুটা স্বাভাবিক রয়েছে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ স্বাভাবিক থাকায় এসব সবজির দাম স্থিতিশীল আছে। আজ শুক্রবার বাজারে প্রতি কেজি শিম ৪০ থেকে ৪৫ টাকা, ফুলকপি ৪০, পটল ৪০ টাকা, মুলা ৩৮ টাকা, বাঁধাকপি ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা, শসা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা ও ঢ্যাঁড়স ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। 
 
তবে মাছ মাংসের দাম কিছুটা বাড়তির দিকে। বাজারে গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে প্রতি কেজি বয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকায়। । অপরদিকে সোনালি ২৮০ থেকে ৩শ ও দেশি মুরগি ৪শ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। 

অন্যদিকে রুই-কাতলা সাইজ ভেদে প্রতি কেজি ২শ থেকে ৩শ টাকায়, শিং মাছ ৩৫০ টাকায় ও প্রতি কেজি বড় সাইজের ইলিশ ১২শ থেকে ১৪শ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া পাঙাশ ১৫০, তেলাপিয়া ১৫০ থেকে ১৬০ ও চিংড়ি ৬শ টাকায় বিক্রি হচ্ছে। 
 
সবজির দাম জানতে চাইলে চৌমুহনী কর্ণফুলী কাঁচা বাজারের সবজি বিক্রেতা জমির উদ্দিন বলেন, ‘বাজারে সব ধরনের সবজির দাম কিছুটা কমেছে। শীতকালীন সবজির সরবরাহ বাজারে স্বাভাবিক থাকায় দাম এখন স্বাভাবিক। সামনে সবজির দাম আরও কমবে।’ 
 
একই বাজারের চৌমুহনী কর্ণফুলী বাজারের মাছ বিক্রেতা মো. ইউছুপ বলেন, ‘বাজারে সামুদ্রিক মাছের দাম কিছুটা স্বাভাবিক। তবে রুই, কাতলা, শিংসহ দেশি জাতের মাছের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে। বর্তমানে বাজারে এক কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১২শ থেকে ১৪শ টাকায়। অন্যদিকে রুই মাছ বিক্রি হচ্ছে ২শ থেকে ৩শ টাকায়। 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন