হোম > সারা দেশ > চট্টগ্রাম

কলেজছাত্রীকে শ্বাসরোধে মেরে নানা-নানিকে গলা কেটে হত্যাচেষ্টা

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি  

নিহত আরজু আক্তার। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের চন্দনাইশে এক কলেজছাত্রীকে শ্বাসরোধে হত্যার পর তাঁর নানা-নানিকে গলা কেটে হত্যাচেষ্টা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজছাত্রীর নাম আরজু আক্তার (২০)। গুরুতর আহত অবস্থায় তাঁর নানা আবদুল হাকিম (৭৫) ও নানি ফরিদা বেগমকে (৬০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। ফরিদার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

ফরিদার বড় মেয়ে রওশন আরা বেগমের সন্তান নিহত আরজু। তাঁর বাড়ি কাঞ্চননাবাদ সওদাগরপাড়া এলাকায়। ফরিদার বোনের ছেলে নাজিম উদ্দিন (২৮) এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরজু নানাবাড়িতে বেড়াতে এসেছিলেন। একই বাড়িতে বেড়াতে আসেন নাজিম। গত মঙ্গলবার রাতে আরজু শৌচাগারে গেলে তাঁর ওপর হামলা চালান নাজিম। তিনি আরজুকে ধর্ষণের চেষ্টা এবং একপর্যায়ে মুখে কাপড় গুঁজে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে ধারণা করছেন স্বজনেরা।

আরজুর নানা আবদুল হাকিম ও নানি ফরিদা বেগম। ছবি: সংগৃহীত

ঘটনার সময় আরজুর চিৎকার শুনে নানা-নানি হাকিম ও ফরিদার ঘুম ভাঙলে তাঁদের গলা কেটে হত্যাচেষ্টা চালান নাজিম। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যান অভিযুক্ত যুবক। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাঁদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, নাজিম উদ্দিন তাঁর খালাতো বোনের মেয়েকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। পরে তাঁর নানা-নানিকেও হত্যার চেষ্টা করেন। নিহত আরজুর লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত নাজিমকে ধরতে অভিযান চলছে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ