হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

ডিবি পরিচয়ে যুবককে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পিটুনির শিকার এএসআই প্রত্যাহার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ডিবি পরিচয়ে এক ব্যক্তিকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আমিনুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসীতা গ্রামের এ ঘটনায় গত বুধবার তাঁকে প্রত্যাহার করা হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম আজ শুক্রবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, থানায় ইনফর্ম না করে ও সিভিল পোশাকে গিয়ে আলমগীর হোসেন নামের এক যুবককে তুলে আনার অপরাধে আমিনুল ইসলামকে পুলিশ সুপার সাসপেন্ড করেছেন।

ভুক্তভোগী মো. আলমগীর হোসেনের (৪০) স্ত্রী শাহিদা বেগম বলেন, ‘গত মঙ্গলবার রাতে আমরা ঘরে খাওয়াদাওয়া করছিলাম। এ সময় আমার স্বামীর নাম ধরে ডাক দেয় চার-পাঁচজন লোক। ঘর থেকে বের হলে তারা তাঁকে জোর করে অটোরিকশায় তুলে নিয়ে যায়। দুই-তিন ঘণ্টার পর আমার স্বামীর মোবাইল ফোন দিলে অপরিচিত কণ্ঠে ফোন রিসিভ করে ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।’

শাহিদা বেগম আরও বলেন, ‘টাকা নিয়ে কমলনগর ফজুমিয়ারহাট-লরেন্স সড়কে যেতে বলে। নিরুপায় হয়ে টাকা নিয়ে স্থানীয় মেম্বারসহ আমরা সেখানে যাই। সেখানে গেলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় একজন নিজেকে কমলনগর থানার পুলিশ বলে পরিচয় দেয়।’

তবে মুক্তিপণ দাবির অভিযোগ অস্বীকার করে এএসআই আমিনুল ইসলাম বলেন, ‘আমার সোর্সের মাধ্যমে রামগতির চরসীতা গ্রামের আলমগীর হোসেনের কাছে ১০০ গ্রাম গাঁজা থাকার সংবাদের ভিত্তিতে তাঁকে তুলে নিয়ে আসি। পরে তাঁর আত্মীয়স্বজন এসে আমার কাছ থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়।’ গুরুত্বপূর্ণ জিনিসপত্র কী কী নিয়েছে জানতে চাইলে তিনি কোনো জবাব দেননি।

এ বিষয়ে চরবাদাম ইউপি সদস্য মো. মাইনউদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আলমগীরের পরিবারের পক্ষ থেকে আমাকে জানানো হয়, তিন-চারজন লোক এসে তাকে উঠিয়ে নিয়ে গেছে। পরে একটা মোবাইল নম্বরে যোগাযোগ করি। তারা ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি রামগতি থানার ওসিকে জানাই। তাঁর পরামর্শে টাকা নিয়ে ফজুমিয়ারহাট এলাকায় গেলে মুক্তিপণ দাবি করা লোকজনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে উপস্থিত লোকজন তাঁকে মারধর করে। এ সময় তিনি নিজেকে কমলনগর থানার এএসআই বলে পরিচয় দেন। পরে পুলিশের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ