হোম > সারা দেশ > চট্টগ্রাম

চসিকের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় ৪ ঠিকাদার গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় চার ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৯ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নগরের খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা। 

মামলার আসামিরা হলেন—সাহাবউদ্দিন (৪৫), সঞ্জয় ভৌমিক ওরফে কংকন (৪৬), মো. ফেরদৌস (৪৮), সুভাষ মজুমদার (৪৬), হাবিব উল্লাহ খান (৪৮), নাজিম (৪৬), নাজমুল হাসান ফিরোজ (৫০), ফরহাদ (৫০), ইউসুফ (৫০), আশিষ বাবু (৫০) ও আলমগীর (৪৭)। অভিযুক্তদের সকলেই ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। 

এর মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন-সঞ্জয় ভৌমিক ওরফে কংকন, সুভাষ মজুমদার, নাজমুল হাসান ফিরোজ ও মাহমুদ উল্লাহ। 

এর আগে গত রোববার বেলা ৪টার দিকে নগরের খুলশী থানার টাইগারপাস এলাকায় চসিকের অস্থায়ী কার্যালয়ে একদল ঠিকাদারের নেতৃত্বে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর ওপর হামলা চালানো হয়। এ দিন অভিযুক্তরা প্রকল্প পরিচালকের অফিস চসিকের চতুর্থ তলার ৪১০ নম্বর কক্ষ ভাঙচুর করে। এ সময় তারা দেশীয় অস্ত্র দিয়ে গোলাম ইয়াজদানীকে পিটিয়ে রক্তাক্ত করে। এ ঘটনায় রোববার দিবাগত রাতে চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

মামলার এজাহারে বলা হয়, ‘দায়িত্ব নেওয়ার পর থেকে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানী সুনামের সঙ্গে কর্মরত রয়েছেন। ঠিকাদারেরা অনৈতিক সুবিধা না পেয়ে তারা পরিচালকের ওপর হামলা করে।’ 

এই বিষয়ে খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) সন্তোষ কুমার চাকমা জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রকল্প পরিচালকের ওপর হামলার ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আমরা ৪ ঠিকাদারকে গ্রেপ্তার করেছি। আইন অনুযায়ী তাঁদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ