কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৮০ হাজার ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাব। আজ বুধবার ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় এই অভিযান চালানো হয়। আটক মোহাম্মদ ফারুক (২৮) ওই এলাকারই বাসিন্দা।
র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকায় কয়েকজন লোক মাদকের চালান নিয়ে অবস্থান করছে, এমন খবরে সেখানে অভিযান চালানো হয়। র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে তাঁরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে মোহাম্মদ ফারুককে আটক করা হয়। তবে অন্যরা পালিয়ে যান।
আটক মোহাম্মদ ফারুকের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বসতঘরে লুকিয়ে রাখা অবস্থায় ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা দিয়ে তাঁকে থানা-পুলিশে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক।