হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে গার্মেন্টসের জুটের কাপড়ে আগুন দেওয়া সন্ত্রাসী গ্রেপ্তার

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ২১: ৫৬
গ্রেপ্তার মো. বোরহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদা না পেয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামিয়ে গার্মেন্টসের ঝুটের কাপড় আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. বোরহান নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার ‘ফোর এইচ ফ্যাশন’ কারখানার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ একটি টিম।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ৫ জানুয়ারি চাঁদার দাবিতে অক্সিজেন মোড়ে কেডিএস গার্মেন্টসের ঝুটবাহী একটি গাড়ি কারখানা থেকে বের হওয়ার পর বোরহানের নেতৃত্বে সন্ত্রাসীরা অস্ত্র ঠেকিয়ে ফাঁকা গুলি করে গাড়ি থামায়।

পরে গাড়ি থেকে ঝুটের কাপড় নামিয়ে আগুন ধরিয়ে দেয়। ওই ঘটনায় বায়েজিদ থানায় হওয়া মামলার প্রধান আসামি বোরহান। গোপন সংবাদের ভিত্তিতে বোরহানের বিষয়ে তথ্য পেয়ে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আফতাব উদ্দিন বলেন, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ফাইভ স্টার ও বিদেশে পলাতক আলোচিত এইট মার্ডারের আসামি সাজ্জাদ হোসেন এবং সম্প্রতি ট্রিপল মার্ডারের পলাতক আরেক সন্ত্রাসী বুড়ির নাতি সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিতি আছে গ্রেপ্তার হওয়া বোরহানের। এর আগে ইমন ও বেলাল নামের বোরহানের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

ওসি বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা অস্ত্রধারী চাঁদাবাজ ও দুর্ধর্ষ সন্ত্রাসী। তাঁরা বিভিন্ন সময় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, ছিনতাই, জুট ব্যবসা নিয়ন্ত্রণ, জায়গা দখলসহ বিভিন্ন অপরাধ করে আসছেন বলে তথ্য পাওয়া যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

পর্যটন মৌসুম শেষের পথে দেখা নেই বিশেষ ট্রেনের

রোহিঙ্গা আশ্রয়শিবিরে কলেরার প্রকোপ, দেওয়া হচ্ছে ভ্যাকসিন

সীতাকুণ্ডে প্রেমিকাকে বিয়ে করতে ব্যর্থ কিশোরের আত্মহত্যা

বৈরী আবহাওয়া: চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি আন্তর্জাতিক ফ্লাইট