Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি

রায়পুরে ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
লক্ষ্মীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তিরা। ছবি: আজকের পত্রিকা

লক্ষ্মীপুরের রায়পুরে আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এমরান খানকে প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে সাধারণ জনগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে শিক্ষার্থীরা ইউএনওর প্রত্যাহার দাবি করে বিভিন্ন স্লোগান দেন। পরে জেলা প্রশাসক রাজিব কুমার সরকারের কাছে স্মারকলিপি দেন তাঁরা। এ সময় বক্তব্য দেন শিক্ষার্থী আবদুল আসাদ, হাসিব গাজী, ওসমান গনি ও আবদুর রশিদসহ অনেকে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ইন্ধনে দেশের মাঠ প্রশাসনে ব্যাপক বিকেন্দ্রীকরণ করা হলেও রায়পুর উপজেলার ইউএনওকে অপসারণ করা হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বর্তমান সরকারকে অসহযোগিতা করার পাশাপাশি বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছেন। এ ছাড়া স্থানীয় হাট-বাজারের ইজারা এবং সরকারি প্রতিষ্ঠানের প্রায় সব জায়গা থেকেই হাতিয়ে নিয়েছেন মোটা অঙ্কের টাকা। পাশাপাশি সিটিজেন চার্টার অনুযায়ী জনগণের প্রত্যাশিত সেবা নিতে গেলে দুর্ব্যবহার ও হয়রানি করছেন তিনি।

ইউএনওর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপজেলা প্রশাসন ঘেরাও করে আন্দোলন গড়ে তোলা হবে বলে মানববন্ধনে জানান বক্তারা। পরে বিক্ষোভ-মানববন্ধন শেষে ইউএনওর অপসারণ দাবি করে জেলা প্রশাসক বরাবার স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন