হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে সেনাবাহিনীর পোশাক পরা গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাঙামাটি প্রতিনিধি 

রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে ম্রাঅং মারমার লাশ উদ্ধার করছেন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: আজকের পত্রিকা

রাঙামাটির লংগদুতে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় গুলিবিদ্ধ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার কাট্টলীর কিচিংছড়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করে সেনাবাহিনী।

নিহত ব্যক্তির নাম ম্রাঅং মারমা (৩২)। সেনা সূত্রে জানা গেছে, নিহত ম্রাঅং মারমা আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী।

এদিকে, ম্রাঅং মারমা নিজেদের দলের সদস্য কি না, তা নিশ্চিত করেনি ইউপিডিএফ। এ বিষয়ে জানতে মোবাইল ফোনে কল করা হলে ইউপিডিএফ রাঙামাটির সমন্বয়ক সচল চাকমার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। গুলিবিদ্ধ লাশের গায়ে সেনাবাহিনীর পোশাক রয়েছে।

সেনা সূত্রে জানা গেছে, লংগদু সদর ইউনিয়নের কাট্টলীর কিচিংছড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সেনাবাহিনী অভিযান চালায়। এ সময় সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি করলে উভয় পক্ষের মধ্য গোলাগুলি হয়। এতে ঘটনাস্থলে ম্রাঅং মারমা নিহত হন।

লংগদু ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জগদীশ চাকমা জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে গেছে। তবে কীভাবে এ ঘটনা ঘটেছে তা তিনি জানেন না।

লংগদু ও বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে। লাশ নিতে কেউ না এলে বেওয়ারিশ হিসেবে সৎকার করা হবে।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ