Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে সভাপতির পদ থেকে অব্যাহতি

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে সভাপতির পদ থেকে অব্যাহতি

ফেনীর সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ থেকে ইকবাল হাসান বিজয়কে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল আজকের পত্রিকাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ধর্ষণ ও ভ্রূণ হত্যায় মামলা হওয়ার পর চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গতকাল রাতে পাওয়া সেই নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। তাঁর স্থলে ১ নম্বর সহসভাপতি নুর উদ্দিন রুবেলকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়।

বিজয়ের বিরুদ্ধে ঢাকার এক তরুণীকে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে মামলা হয়। গত মঙ্গলবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আশেকুর রহমানের আদালতে মামলাটি (সিআর-৫৫৮/২৪) করেন ওই তরুণী। পরে রাতেই বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আগামী রোববার এর ওপর শুনানির দিন ধার্য করেন আদালত। এর আগে ছাত্রলীগ নেতাকে মারধরের মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

অব্যাহতির বিজ্ঞপ্তিএ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান রাসেল আজকের পত্রিকাকে বলেন, ‘চরচান্দিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান বিজয়কে ২৮ এপ্রিল নারী সংক্রান্ত একটি বিষয়ের ওপর ভিত্তি করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। সে তার জবাব দিয়েছে। কিন্তু আমরা তদন্ত কমিটির মাধ্যমে তার বক্তব্যের সত্যতা পাইনি। বরং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তাই তাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।’

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী

আওয়ামী লীগ নেতা শেখ শহিদুল ইসলাম আটক

অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারসামগ্রী তৈরি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের পর পরিবারে হস্তান্তর, অতঃপর যা ঘটল

কর্ণফুলী নদীতে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ

চন্দনাইশে অবৈধ ইটভাটা উচ্ছেদে মন্ত্রণালয়কে বিএইচআরএফের চিঠি

লক্ষ্মীপুরে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

পতেঙ্গায় মব তৈরি করে পুলিশকে মারধরের ঘটনায় জড়িত সবাই গ্রেপ্তার