হোম > সারা দেশ > কক্সবাজার

মিয়ানমারের আরও ৪০ সীমান্তরক্ষী আশ্রয় নিলেন বাংলাদেশে 

কক্সবাজার প্রতিনিধি

মিয়ানমারে চলমান সংঘাতের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনীর (বিজিপি) আরও ৪০ সদস্য কক্সবাজারের টেকনাফে পালিয়ে এসেছেন। আজ শনিবার ভোরে টেকনাফ সীমান্তের নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে অস্ত্রসহ তাঁরা পালিয়ে আসেন। তাঁদের নিরস্ত্রীকরণ করে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হেফাজতে নেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে সরকারি বাহিনী ও বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির (এএ) মধ্যে সংঘাত অব্যাহত আছে। এর জের ধরে শনিবার ভোরে টেকনাফ উপজেলার নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কিছু সংখ্যক সদস্য অস্ত্র-গোলাবারুদসহ পালিয়ে আসে। এ সংখ্যাটা ৪০ জন হতে পারে।

সীমান্তে স্থানীয় লোকজনের দেওয়া তথ্য বলছে, টেকনাফের নাফ নদী সীমান্তের তিনটি পয়েন্ট দিয়ে ৪০ জন পালিয়ে আসতে দেখা গেছে। এর মধ্যে ভোর রাতে সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া সীমান্ত দিয়ে ১৪ জন ও নাজিরপাড়া সীমান্ত দিয়ে ২২ জন এবং সকালে নাজিরপাড়া সীমান্ত দিয়ে ৪ জন প্রবেশ করতে দেখেছেন তাঁরা। পরে তাঁদের হ্নীলা উচ্চবিদ্যালয়ে নিয়ে রাখা হয়।

এর আগে কয়েক দফায় পালিয়ে আসা সেনা, বিজিপি ও ইমিগ্রেশন শাখার ৬১৮ জনকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। গত ২৫ এপ্রিল কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট দিয়ে ২৮৮ জন বিজিপি ও সেনা সদস্যকে ফেরত পাঠায় বাংলাদেশ। এ ছাড়া গত ১৫ ফেব্রুয়ারি উখিয়ার ইনানী জেটিঘাট দিয়ে ৩৩০ জন বিজিপি, সেনা ও কাস্টমস কর্মকর্তাকে একইভাবে ফেরত পাঠানো হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ