Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

গরু চুরির ঘটনায় যুবলীগের সভাপতি গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

গরু চুরির ঘটনায় যুবলীগের সভাপতি গ্রেপ্তারের পর দল থেকে বহিষ্কার

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় একাধিক গরু চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগের সভাপতি মো. আলাউদ্দিন আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ১ নম্বর মানিকছড়ি ইউনিয়নের যুবলীগের সভাপতি মো. আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়ার স্বাক্ষরিত পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি উপজেলায় অসংখ্য গরু চুরির ঘটনা ঘটেছে। একাধিক গরু চুরির ঘটনায় সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগের সভাপতি আলাউদ্দিন ওরফে আলী জড়িত থাকার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে আলী বাড়ির অদূরে নির্মিত একটি গোয়াল থেকে একাধিক গরু উদ্ধার করা হয়। এ সময় আলাউদ্দিনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। ফলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইউনিয়ন যুবলীগ থেকে মো. আলাউদ্দিনকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, ‘আলাউদ্দিন একজন পেশাদার গরু চোর। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর জেলহাজতে পাঠানো হয়েছে। মামলা নম্বর ৬।’ 

সৈকতের বুকে বাড়ি পুকুর, চুপ প্রশাসন

পানছড়িতে দুই সশস্ত্র সংগঠনের গোলাগুলিতে গৃহবধূ নিহত

কুবি রেজিস্ট্রারকে বাধ্যতামূলক ছুটি, পাবেন না সুযোগ-সুবিধা

২৫০ টাকার জন্য মারামারি, প্রাণ গেল দলিল লেখকের

৯৪৬ শিক্ষার্থীর ৬০০ ফেল, পাস করানোর দাবিতে মহাসড়ক অবরোধ

সীতাকুণ্ডে পোষা কুকুর দিয়ে হরিণ শিকার, পরে বনে অবমুক্ত

কুমিল্লার সীমান্তে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক

শিশু ধর্ষণের চেষ্টাকারীকে পুলিশে দিল তার পরিবার

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জে সংযুক্ত

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক