সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে আসেন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগ। এমন খবর পেয়ে তাৎক্ষণিক একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌড়ে পালিয়ে যান মালিক।
আজ রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় এ অভিযান চালানো হয়। এ সময় অবস্থিত হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ আজকের পত্রিকাকে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আজ রোববার দুপুরে কুমিরা বাজারে অবস্থিত বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের খবর পেয়ে সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যায়।
লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন ধরে অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। তাই ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ফারহান নাসি, মেডিকেল অফিসার বিবি কুলসুম সুমি ও পরিসংখ্যানবিদ ইমাম উদ্দিন সহ প্রমুখ।