কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে গাঁজা পাচারের অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী রামচন্দ্রপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ভারতীয় ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর (৩৪), মো. আলমগীর হোসেন (২৮), মো. জুয়েল মিয়া (২৯) ও মো. শাহপরান (২০)।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিক উল্লাহ আজকের পত্রিকাকে বলেন, আটক চার মাদক কারবারির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।