হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘পরকীয়ার জেরে’ চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক ব্যক্তিকে (৪৫) হত্যার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত ছৈয়দ করিম জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন। তিনি জানান, কী কারণে এ খুনের ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মো. শামীম হোসেন বলেন, আজ সকালে উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের উত্তর নিদানিয়া গ্রামের স্থানীয় স্টেশন থেকে ছৈয়দ করিম বাড়ি ফিরছিলেন। পথে তেতুলতলা নামক স্থানে পৌঁছালে আপন চাচাতো ভাই ছালামত উল্লাহ হঠাৎ তাঁর ওপর হামলা চালায়। একপর্যায়ে ছৈয়দ করিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছালামত। 

পরে খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ছোট ভাই মিজানুর রহমান বলেন, এক সময় তাঁর বাবা ও চাচার মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল। পরে তা সালিসের মাধ্যমে নিষ্পত্তি হয়ে যায়। এ নিয়ে তাঁর বাবার প্রতিপক্ষরা ক্ষুব্ধ ছিল। পূর্ব শত্রুতার জেরে ছালামত উল্লাহ তাঁর ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করেছে।

ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে রয়েছে জানিয়ে ওসি শামীম হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কক্সবাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান জসীমের বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ

পাহাড় কাটা নিয়ে টম অ্যান্ড জেরি খেলতে পারব না: পরিবেশ উপদেষ্টা

ফেনী পলিটেকনিক ছাত্রাবাসে থাকার জন্য লাগবে ডোপ টেস্ট সনদ

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

সেকশন