Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, পুলিশ পরিদর্শক নিহত   

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

সড়ক বিভাজকে মাইক্রোবাসের ধাক্কা, পুলিশ পরিদর্শক নিহত   

ঢাকা থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে সপরিবারে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন এক পুলিশ পরিদর্শক। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ অবস্থায় পেছন থেকে আসা আরেকটি প্রাইভেট কার সেটিতে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই ওই পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়।

এ সময় তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মাইক্রোবাসটির চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 

নিহত পুলিশ পরিদর্শকের নাম জাহিদ ইকবাল (৪৬)। আহতেরা হলেন জাহিদ ইকবালের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, ভাগিনা আশুয়াত, ছিয়াম, ভাগনি আহিয়াতসহ পরিবারের আরও একজন সদস্য।

পুলিশ বলছে, পুলিশ পরিদর্শক জাহিদ সম্প্রতি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের লাইনে সংযুক্ত হয়েছেন। অফিস থেকে ছুটি নিয়ে পরিবারের ছয় সদস্যসহ ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবনের যাচ্ছিলেন। 

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় চট্টগ্রামমুখী অংশে একটি মাক্রোবাস (হাইচ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেট কার তাতে ধাক্কা দেয়। আর এতে হাইচ গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন।’ 

তিনি আরও বলেন, ‘আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইস গাড়ির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

মাতামুহুরী নদীতে মিলল নিখোঁজ কিশোরের হাত-পা বাঁধা লাশ

চট্টগ্রামে খোলা সয়াবিন তেলের দাম লিটার ১৬০ টাকা নির্ধারণ করে দিল প্রশাসন

রাঙামাটিতে পাথরবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে

বিএনপি ক্ষমতায় গেলে ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে: এ্যানী