সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করে যদি কোনো ধরনের গাফিলতির প্রমাণ পাওয়া যায়, সে যত শক্তিশালী হোক দোষী ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ সোমবার বেলা ২টার ৪০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত রোগীদের দেখতে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, অবহেলা বা দায় থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে যত বড় শক্তিশালী হোক। কেউই আইনের ঊর্ধ্বে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভয়াবহ আগুন নেভাতে গিয়ে আমাদের ৯ জন ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। এ ছাড়া এই মুহূর্তে ১৫ জন সিমএইচসহ ঢাকায় তিনটি হাসপাতালে আইসিইউতে আছেন। আমরা মনে করি তাঁদের অবস্থা সংকটাপন্ন। তাঁরা সুস্থতা লাভ করুক।’