আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেছেন, ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান নির্বিশেষে সব ধর্মের মানুষ আমরা একসঙ্গে বসবাস করছি। তারা তাদের ধর্ম পালন করছে। কিন্তু মানুষ হিসেবে তাদেরও দুর্ভোগ-দুর্যোগ ও কষ্টে আমরা পাশে রয়েছি। ইসলাম আমাদের সে কথাই বলে। সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করব। কোনো প্রকার ভেদাভেদ করা যাবে না।’
আজ বৃহস্পতিবার সকালে ফেনীর ফুলগাজীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে এক লাখ পরিবারের মাঝে চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করার সময় মাওলানা আহমাদুল্লাহ এ কথা বলেন।
শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, ‘এখানে বন্যার্তদের জন্য প্রথমে শুকনো খাবার, পরে চাল-ডালসহ ১৭ কেজির নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি প্যাকেজ দেওয়া হয়েছিল। আজ আমরা ২৫ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করেছি। এটি এখানেই শেষ নয়, আরও চলতে থাকবে।’
আস–সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, ‘বন্যা চলে গেলেও আস-সুন্নাহ ফাউন্ডেশন কোথাও যায়নি। আমরা বন্যাকবলিত হয়ে যারা কষ্টে আছে, প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণের চাল পৌঁছাব। ভবিষ্যতে আমরা আপনাদের পাশে আরও বেশি থাকব ইনশা আল্লাহ।’
এ সময় ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মাঠে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। একই সময়ে সহায়তার অংশ হিসেবে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের বৈদ্যুতিক সমস্যা নিরসনে সোলার দেওয়া হয়।
প্রসঙ্গত, বন্যা শুরুর পর থেকে ফেনীর বিভিন্ন এলাকায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪২ হাজার ২৫৫টি পরিবারের মাঝে শুকনো খাবার, চাল-ডালসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।