হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পাহাড় কাটার সময় ধসে নিহত ১, নিখোঁজ কয়েক শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকায় পাহাড় কাটার সময় ধসে পড়ে খোকা (৪৫) নামে এক শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। আজ শুক্রবার বিকেলে আকবর শাহ বেলতলি ঘোনা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিকের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে উদ্ধারের পর চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরও কয়েকজন শ্রমিক নিখোঁজ আছে। উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।’ উদ্ধার তৎপরতা এখনো অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নুরুল আলম আশেক আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় ধসের ঘটনায় দুজনকে চমেক হাসপাতালে আনার পর খোকা নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি তাঁর নাম-পরিচয় জানাতে পারেননি।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিমের নির্দেশে চার থেকে পাঁচজন শ্রমিক পাহাড় কাটছিল। পরে পাহাড় ধসের ঘটনাটি ঘটে।

নগরীর আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘পাহাড় কাটার সময় ধসে পড়েছিল। আমরা এখন ঝামেলায় আছি। পরে বিস্তারিত বলা যাবে।’

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘গত ১১ ফেব্রুয়ারি সেখানে পাহাড় কেটে রাস্তা তৈরির অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একজনকে সাত দিনের কারাদণ্ড ও একটি স্কেভেটর জব্দ করা হয়।’ স্থানীয় কাউন্সিলের নেতৃত্বে ওই পাহাড়টি কাটা হচ্ছিল বলে জানান তিনি।

এদিকে পাহাড় ধসের খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ