বান্দরবানে শিশু হত্যার প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ সমাবেশ

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

প্রকাশ : ০৪ জুন ২০২৪, ১৮: ৫৯

বান্দরবানে পঞ্চম শ্রেণির শিশু ভানথাংপুই বমকে (১৩) হত্যার প্রতিবাদে জেলার পানছড়ি উপজেলার লোগাং আমতলিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। আগ্রাসনের শিকার শিশুদের আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজ মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেয়।

অগ্রসর শিশু-কিশোর কেন্দ্রের পানছড়ি উপজেলা প্রতিনিধি রীতা চাকমার সভাপতিত্বে ও সুইটি চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় ত্রিপুরা।

সমাবেশে বক্তারা বলেন, ‘বান্দরবানে কেএনএফ দমনের নামে বম জাতিসত্তার জনগণের ওপর অমানবিক নির্যাতন করা হচ্ছে। ভানথাংপুই বমের মতো ছোট্ট একজন শিশুকেও গুলি করে হত্যা করা হয়েছে। একটি রাষ্ট্র তার দেশের সংখ্যালঘু বম জাতিসত্তার ওপর যে দমন-পীড়ন চালাচ্ছে, তা দেখে আমাদের অবাক হতে হয়।’

বক্তারা আরও বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্রে বসবাস করছি, যে রাষ্ট্র আমাদের অধিকারহীন করে রেখে নিপীড়ন চালিয়ে যাচ্ছে। বান্দরবানে বম জাতিসত্তার গর্ভবতী নারীসহ শিশু-কিশোরদের গ্রেপ্তার-হত্যা করা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বম শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না। বম জাতির হয়ে জন্মগ্রহণ করা কি অপরাধ?’

এ সময় বক্তারা সরকারের কাছে পাহাড়ের শিশুদের আগ্রাসনের হাত থেকে রক্ষা করার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা সুষ্ঠু, সুন্দর পরিবেশে মানুষের মতো মানুষ হয়ে এই দেশকে সহযোগিতা করতে চাই।’

সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা, শিক্ষার্থী প্রিটন চাকমা, রীনা চাকমা প্রমুখ।

টাকার জন্য ইউপি সদস্য আরিফকে অপহরণ করে হত্যা: পিবিআই

লক্ষ্মীপুরের জনেশ্বরদিঘিতে পরিযায়ী পাখির বিচরণ

আল্লাহর আইন শুধু মুসলমান নয় সবার জন্য: জামায়াতের আমির

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ড-মাদক কারবারিদের গোলাগুলি, নিহত ১