Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার পর মঙ্গলবার আখাউড়া সীমান্ত অভিমুখে লংমার্চ ঘোষণা করে বিজেপি। যদিও আজ সীমান্ত এলাকায় কোনো ধরনের কর্মসূচি পালনের খবর পাওয়া যায়নি।

বিজেপি সমর্থকদের লংমার্চ কর্মসূচির ঘোষণার পর সীমান্তে উত্তেজনা বিরাজ করায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বিজিবি। আখাউড়া স্থলবন্দরেও স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে গতকাল সোমবার থেকে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি পর্যটকদের হোটেল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে কোনো যাত্রীকে হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না। এতে করে চরম দুর্ভোগে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা।

ভারত ফেরত কয়েকজন যাত্রী জানান, সোমবার যারা আগরতলায় গেছে তাদের শহরের ভেতরে কোনো হোটেল ভাড়া দেওয়া হয়নি। অনেকেই বাধ্য হয়ে শহরের বাইরে গিয়ে হোটেলে থেকেছেন।

মার্কেটে কেনাকাটা করতে গেলেও বাংলাদেশি পরিচয় পেলে কিছু বিক্রি করছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন বাংলাদেশিরা। এ ছাড়া আগরতলা ইমিগ্রেশনেও বাংলাদেশি যাত্রীদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

জানতে চাইলে আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, ‘ভারত ফেরত যাত্রীরা নানা অভিযোগ জানাচ্ছেন। তাদের হোটেল ভাড়া দেওয়া হচ্ছে না এবং ইমিগ্রেশনেও হয়রানি করা হচ্ছে। এসব কারণে মঙ্গলবার যাত্রী পারাপার সীমিত ছিল।’

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল এ. এম. জাবের বিন জব্বার বলেন, ‘বিদ্যমান পরিস্থিতিতে সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।’

কুবিতে এক আসনের বিপরীতে লড়বেন ৬৪ ভর্তি-ইচ্ছুক

পেকুয়ায় গুলি ছুড়ে ওসির বাড়ি থেকে গরু লুট

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় বিছানায় পড়েছিল স্ত্রী-শ্যালিকার লাশ, স্বামী পলাতক

ছিনতাইয়ের শিকার নারী ধাওয়া দিয়ে ধরলেন ২ ছিনতাইকারীকে

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু