হোম > সারা দেশ > চট্টগ্রাম

জুরাছড়িতে জেএসএসের ক্যাম্পে সেনা অভিযান, গুলি উদ্ধার

জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির জুরাছড়ি উপজেলার বেলতলা এলাকার নেরা পাহাড়ে জনসংহতি সমিতির (জেএসএস) আবাসিক ক্যাম্পে অভিযান চালিয়ে গুলি, কার্তুজ, অস্ত্র বহনের সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। এ সময় জেএসএসের সদস্যরা পালিয়ে যাওয়ায় কেউ আটক হয়নি।

চলতি বছরের জানুয়ারির ৪, ৫ ও ৬ তারিখ জেএসএসের ক্যাম্পে এই অভিযান চালানো হয়। গতকাল শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় সেনাবাহিনীর জুরাছড়ি জোন।

স্থানীয়রা জানান, উপজেলার দক্ষিণ-পূর্বে ৪০ থেকে ৫০ কিলোমিটার দূরে জুরাছড়ি-মৈদং-দুমদুম্যা সীমান্তে অবস্থিত বেলতলা এলাকা। এই এলাকার পূর্বপাশে নেরা পাহাড়। এখানে যাওয়ার একমাত্র উপায় হাঁটাপথ। পাহাড়টি নির্জন হওয়ায় সাধারণ মানুষের যাতায়াত কম।

সেনাবাহিনীর বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, জেএসএসের ৭০ থেকে ১০০ সদস্যের জন্য আবাসিক ক্যাম্প গড়ে তোলা হয় নেরা পাহাড়ে। এই ক্যাম্প থেকে পরিচালনা করা হতো চাঁদাবাজি। সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন চালানো হতো। ৪, ৫ ও ৬ জানুয়ারি সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অদ্বিতীয়-২ সেখানে অভিযান পরিচালনা করে।

বিজ্ঞপ্তি থেকে আরও জানা গেছে, সেনাবাহিনীর অভিযান টের পেয়ে জেএসএসের আবাসিক ক্যাম্পের সদস্যরা পালিয়ে যায়। তবে ক্যাম্পে গুলি, কার্তুজ, চাঁদাবাজির রসিদ বইসহ বিভিন্ন নথি পাওয়া গেছে। এ ছাড়া এক মেট্রিক টন খাদ্যশস্য ও অনেক গবাদিপশু উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনীর জুরাছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি বলেন, ‘স্বাধীন-সার্বভৌম দেশে কাউকে চাঁদা আদায় ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হবে না। স্থানীয় লোকজনের সহযোগিতায় সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ করে জুরাছড়িকে শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।’

বাঁশখালীতে আগুনে ৯ দোকান পুড়ে ৩০ লাখ টাকার ক্ষতি

বিষাক্ত গ্যাস শোধন পদ্ধতি ‘উদ্ভাবন’ খুদে শিক্ষার্থীদের

বেগমগঞ্জে পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্ব, যুবককে ছুরিকাঘাতে হত্যা

লক্ষ্মীপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ স্বেচ্ছাসেবক দলের বিরুদ্ধে

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

সেকশন